কুয়াকাটা-বরিশাল মহাসড়কে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খালে ! ১৩ পর্যটক আহত 

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৫, ২০২১ | ১২:৫১ পূর্বাহ্ণ
কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি,০৩ সেপ্টেম্বর।।
পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যশোর বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে গেছে। শুক্রবার রাত ৯ টার দিকে কুয়াকাটা- বরিশাল মহাসড়কের কলাপাড়ার কচ্ছপখালী নামক  স্থানে এ ঘটনাটি ঘটে। এসময় পরিবহনটিতে থাকা ১৩ জন পর্যটক কমবেশি আহত হয়েছে। আহতদের স্থানীয়া উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে ঘটনাস্থলে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৩৫৬৫) পরিবহনটি ১৮/২০ জন যাত্রী ও ইলিশ মাছ নিয়ে কুয়াকাটা থেকে যশোর বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা করে। কচ্ছপখালী নামক কালভার্টের কাছে পৌঁছাইলে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে কাত হয়ে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ১৩ জন পর্যটক আহত হয়। আহতরা হলো প্রান্ত, রমজান শরীফ, বাদল শেখ,জাহাঙ্গীর হোসেন, আশিক,নাঈম, আলম, মারুফ,মাসুদ রানা,ইমরান হোসেন, স্বপন,মনিরা, সুমন।
এদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, নাটোরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, উপযুক্ত মাছ বোঝাই এর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
মহিপুর থানা ওসি মো.মনিরুজ্জামান বলেন, এ পর্যন্ত ১৩ জন যাত্রী আহত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা নেই। আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পরিবহনটির উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host