ববি শিক্ষার্থীদের পরিবহণ-আবাসিক খরচ মওকুফ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৫, ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: করোনা পরিস্থিতিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের বিগত ১ বছরের পরিবহণ ও আবাসিক খরচ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির এক জরুরি অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম।

এই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে রোববার বিকালে পরিবহণ ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এছাড়া যারা ইতোমধ্যে পরিবহণ ফি জমা দিয়েছে তাদের সমুদয় অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে।

উল্লেখ্য, এর আগে গত মাসের (আগস্ট) শেষদিক থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ জারি করে। সেখানে পরিবহণ ফি বাবদ টাকা চাওয়া হলে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host