বরিশালে হরিণের চামড়া-মাংস পাচারকালে খামার মালিকসহ আটক ৪

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৮, ২০২১ | ৮:৩৫ অপরাহ্ণ

আরিফিন রিয়াদ, (বরিশাল) ॥ হরিণের চামড়া ও মাংস পাচারকালে খামারের মালিকসহ চারজনকে আটক করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের একটি হরিণের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন খামারমালিক ও বেসরকারি সংস্থা ‘আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের’ নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, নৈশ প্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। বিপ্লব পাম্ববর্তী মাদারীপুরের ডাসার উপজেলার বসিন্দা। আর বাকি তিনজন আগৈলঝাড়ার বাসিন্দা।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই খামারের অভিযান চালানো হয়। সেখানে পাচার ও স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি মাংস।

তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, হরিণ হত্যা, এর দেহের অংশ সংরক্ষণ, পরিবহন ও কেনা-বেচা দ-নীয় অপরাধ। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে তোলা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host