বরিশাল থেকে সারাদেশে ট্রাক মালিক চালকদের কর্মবিরতির হুশিয়ারী

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৮, ২০২১ | ৮:৪৪ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি : অগ্রিম আয়কর বাতিল- ড্রাইভিং লাইসেন্স এবং নিরাপদ কর্মপরিবেশসহ পনের দফা দাবিতে বরিশাল থেকে সারাদেশে কর্মবিরতির হুশিয়ারী দিয়েছে পন্যবাহী ট্রাক মালিক-চালকদের নেতৃবৃন্দ। আগামি ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে সারাদেশে ২১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৭২ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। বরিশাল জেলা ট্রাক মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে কেন্দ্রিয় ও স্থানীয় শ্রমিক মালিক সংগঠগুলো বুধবার দুপুর ১২টায় বরিশাল নগরীর গড়িয়াপাড়ে কর্মবিরতি পূর্ব প্রস্তুতিমূলক সমাবেশে এ ঘোষনা দেওয়া হয়। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লার সার্বিক সহযোগিতায় বিভাগীয় ট্যাংলরী মালিক সমিতির সভাপতি আনোয়ার শিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পন্য পরিবহন মালিক এসোসিয়েশন’র অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব, ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় নির্বাহি কমিটির সাধারন সম্পাদক ওয়াজি উল্লাহ্ । এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ইউনুস ব্যাপারী,জেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। বক্তারা দেশের সড়ক পরিবহন শিল্পের পন্য পরিবহন খাতে অন্যায় অবিচারের শিকার মালিক শ্রমিকদের জীবন জীবীকা এবং শান্তিপূর্ন ভাবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১৫ দফা দাবি কার্যকর করতে কর্মবিরতির ঘোষনা দিয়েছেন বলে জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host