শিক্ষকরাই হচ্ছেন দেশ গড়ার পথ প্রদর্শক

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৮, ২০২১ | ১০:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন- একজন মানুষকে বহুগুণে গুনান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। কেননা সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠির বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সকলের সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ, যার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার(৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনলাইনে সংযুক্ত হয়ে তিনি ‘Traning on Good Governance, Office & Financial Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।

অনলাইনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টিং স্টাফ (প্রজেক্ট) সৈয়দ মিজানুর রহমান, এনডিসি। ২ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও দপ্তরপ্রধান কর্মশালায় অংশগ্রহণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host