চুয়াডাঙ্গায় নকল প্রসাধনী জব্দ: ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২১ | ১২:১০ পূর্বাহ্ণ

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গা পৌরশহরের বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নকল পণ্য তৈরির অপরাধে মোঃ মোস্তফা (৩৮) নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোস্তফা একই এলাকার মোঃ রিকাত আলীর ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) সকাল ১১টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের সহায়তায় চুয়াডাঙ্গা পৌরশহরের বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। এ সময় নকল পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মোস্তফা নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host