“জগৎ ও সংসার” —- মোহাম্মদ এমরান

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১০, ২০২১ | ১০:৫৭ অপরাহ্ণ

“জগৎ ও সংসার”
—- মোহাম্মদ এমরান

জ্ঞানী বসিয়া ভাবে নিরবে
মূর্খ দেয় চিৎকার!
ইমানদার সুযোগ দেয় সুধিতে
মোনাফেক ছোঁড়ে ফুৎকার!

জাতের ধনী যায় বোঝা তার
দেখিলে আচার!
পরের ধনে পোদ্দারির থাকে
শুধুই অহংকার!

সবল সদা চায় পাইতে
দূর্বলের হাহাকার!
কর্মঠ মরে করিয়া কাজ
অলস বসে থাকে চাটুকার!

প্রজার ঘামে ধন আসে গোলায়
বিলান জমিদার!
ভুখা নাঙা পথে পথে গোরে
জোটে না খাবার!

জগতের মাঝে যাহা কিছু ঘটে
সবই হুকুম তার!
তবুও মানুষ নিজের করিয়া চায় গড়িতে জগৎ ও সংসার!

======\\\\\======

১০/০৯/২০২১ ইং

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host