বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’র পটুয়াখালীতে ৪ দফা দাবিতে অতিরিক্ত ১ঘন্টা কাজের কর্মসূচি পালন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২১ | ৭:০০ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি ঃ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের ন্যায্য ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অতিরিক্ত ৫টা থেকে ৬টা পর্যন্ত ১ঘন্টা কাজ করার কর্মসূচি পালন করেন পটুয়াখালী বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ।
১২ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ১ঘন্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের পটুয়াখালীর আহবায়ক পৌরসভার সহকারী প্রকৌশলী এইচ এম সোলায়মান ও সদস্য সচিব গনপূর্ত বিভাগ পটুয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী মোঃ তৈয়েবুর রহমান কেন্দ্রীয় পরিষদের নির্দেশ মোতাবেক পটুয়াখালী জেলায় সকল প্রকৌশল বিভাগের ১ঘন্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি পালন করেন। এ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন গনপূর্ত বিভাগ পটুয়াখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার, গনপূর্ত বিভাগ পটুয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী ই/ এম উপ বিভাগ মোঃ বদরুল হাসন, গনপূর্ত বিভাগ উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ হাওলাদর, মোঃ জাকারিয়া, মোঃ রাকিব খান, মোঃ মনিরুজ্জামান, মোঃ রুহুল আমিন ও মোঃ জহিরুল ইসলাম।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের পটুয়াখলীর সকল প্রকৌশলীরা ইতিবাচক আন্দোলনের অংশ হিসাবে দেশ ব্যাপি ১ ঘন্টা অতিরিক্ত কাজ করে সকল প্রকৌশলী বিভাগে কর্মসূচী পালন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ অবিলম্বে বন্ধ এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেন্স মোকাবেলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপের আহবান জানানো হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host