বরিশালে গাঁজাসহ সুরভী-৯ লঞ্চের কেবিন বয় গ্রেপ্তার

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী এমভি সুরভী-৯ লঞ্চের কেবিন বয় মামুন খানকে (৩৭) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে বিডি পুলিশের একটি টিম কাউনিয়া থানাধীন শহরের পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একই সময়ে মামুনের সঙ্গী তোফাজ্জেল হোসেন টিপু (৪০) নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, টিপু গাঁজা সংগ্রহের উদ্দেশে মামুনের বাসায় যায়- এমন সময় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়- গাঁজার চালানটি শনিবার রাজধানী ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে নিয়ে আসে কেবিন বয় মামুন। এর আগে অনুরুপভাবে একাধিকবার মাদকের চালান নিয়ে আসারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রোববার বরিশালে আসার খবর নিশ্চিত হয়ে দুপুরে পলাশপুর এলাকায় মামুনের বাসায় ডিবি পুলিশের এসআই লোকমানের নেতৃত্বে একটি টিম হানা দেয়।

এসময় মামুন ও তার সঙ্গী টিপুকে গ্রেপ্তার করার পাশাপাশি বাসা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা করে।

অভিযোগ আছে, এই মামুন শুধু মাদক বিক্রিতে জড়িতই নয়, লঞ্চের কেবিনে রাতের বেলা নারীদের দিয়ে তিনি দেহব্যবসাও করাচ্ছিলেন।

ডিবি পুলিশ রোববার রাতে এক ইমেল বার্তায় জানিয়েছে, মামুন ও টিপুর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host