শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সাথে সাথে রাস্তায় বেড়েছে যাত্রীদের চাপ

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৩, ২০২১ | ২:১৬ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
মহামারি করোনার সংক্রমণ অনেকটা কমে আসায় দীর্ঘ ১৮ মাস বন্ধের পর প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে গেছে। আর তাই সকাল থেকেই গলাচিপা অধিকাংশ সড়কে কিছুটা জ্যাম বেড়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে পল্লীউন্নয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্কুল কলেজ খোলায় সকাল থেকেই রাস্তায় মানুষের চাপ বেড়েছে। অটো রিস্কা,নশিমন, মিসুক যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে। বিশেষ করে দুই শিফটের স্কুলগুলোতে সকাল ৮টার আগেই শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস পরে অভিভাবকের হাত ধরে উপস্থিত হতে দেখা গেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host