ঝালকাঠিতে তাবলীগের ৬ সদস্যকে অচেতন করে টাকা চুরি

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৩, ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির শেখেরহাটে তাবলীগ জামাতের ৬ সদস্যকে অচেতন করে টাকা চুরি করা হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা মাদ্রাসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে অচেতন ব্যক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তিকৃত তাবলীগ জামাত সদস্যরা হলেন- আককাস আলী, লিয়াকত হোসেন, মো. আব্দুলাহ, আবুল হাসেম, আলাল হোসেন ও আশ্রাফুল ইসলাম।

তাবলীগ জামাত দলের সদস্য মো. শহিদুল্লাহ জানান, শনিবার সকালে ময়মনসিং এর ফুলপুর থেকে ১৫ সদস্যর একটি তাবলীগ জামাত দল ওই মসজিদে আসেন। পরের দিন রবিবার দিবাগত রাত ১টার দিকে ৬ তাবলীগ সদস্যর নাকে চেতনা নাশক ঔষধ স্প্রে করে তাদের সাথে থাকা টাকা পয়সা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতরা। এর কিছুক্ষণ পর তাবলীগ দলেরে অন্য সদস্যরা ঘটনা টের পায়। সকালে অচেতন ব্যক্তিদের সদর হাসপাতেল এনে ভর্তি করা হয়।

শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফোরকান আলী জানান, এঘটনা তাকে কেউই জানায়নি। তবে শোনা মাত্রই তিনি বিষয়টি দেখার জন্য পুলিশ পাঠানোর ব্যবস্থা করছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host