কুয়াকাটায় ট্রলার ডুবি, উদ্ধারকারীরা পেল সম্মাননা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২১ | ১২:৪৩ পূর্বাহ্ণ

কলাপাড়া প্রতিনিধি :

সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার ঢেউয়ের তোপে দূর্ঘটনার শিকার হলে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করায় সেই উদ্ধারকারীদের দেয়া হলো সম্মাননা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ ও আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির পক্ষ থেকে সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে লাইফ জ্যাকেট তুলে দেন লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

গত ১২ সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে কুয়াকাটা সংলগ্ন এলাকায় ঢেউয়ের তোপে ১৫ জেলে নিয়ে একটি ট্রলার ডুবে যায়। সাথে সাথে সৈকতে থাকা ওয়াটার বাইক নিয়ে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করে লিটন ও তার উদ্ধারকারী দল।

উদ্ধারকারীরা হলেন সী বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো. লিটন খান, কে এম বাচ্চু, মো. আকবর, শাহীন, হাসান ও কালু।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, গত ১২ তারিখের ট্রলার ডুবির ঘটনায় এই ৬ জন ট্যুর গাইড যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ১৫ জেলেকে উদ্ধার করেছে এটা আসলেই প্রসংশার যোগ্য। আমি সবসময় তাদের পাশে আছি। তাদেরকে আরো শক্তিশালী টিম হিসাবে তৈরি করতে অন্যান্য সরঞ্জামের ব্যবস্থাও করবো।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host