বরিশালে নবজাতকের জন্মপরিচয় নিয়ে লুকোচুরি !

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২১ | ৪:৩২ অপরাহ্ণ

রাসেল কবির:
এ কেমন পরিবারের কান্ড ? ফুটফুটে নবজাতক ভুমিষ্ট পুএ সন্তান হয়েছে অপর দিকে নবজাতকের পরিচয় গোপন করছে মা তামান্না, নানী তাছলিমা বেগম, নানা সেকান্দার হাং। এমন ঘটনা ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম রতনপুর গ্রামে সেকান্দার হাং”র কন্যা তামান্নার। সরজমিনে গেলে জানাগেছে, গত ৮ সেপ্টেম্বর আছর বাদ তামান্নার বাবার বসত ভিটায় পুএ সন্তান ভূমিষ্ট হয়। ধাএী নুরজাহান জানায়, আমাকে তামান্নার মা ফোন করে জানিয়েছে মেয়ের বেদনা উঠেছে আমি আসার পর খালাস হয়েছে। স্থাণীয়রা জানিয়েছে সেকান্দার হাং”র মেয়ে তামান্নার বিবাহ হয়েছে এমন প্রমান দিতে সন্দেহ আছে। হাং”র বাড়ির একাধিক মহিলারা লজ্জা বোধ করে জানায়, আমরা কেউ বলতে পারি না কোথায় বিবাহ দিয়েছে। তামান্নার সাথে কথা বলতে চাইলে তিনি নিশ্চুপ হয়ে যায়। তামান্নার পিতা সেকান্দার হাং”র নিকট জানতে চাইলে তিনি জানায়, আমার স্ত্রী সব বলতে পারবে শুনেছি মোবাইল ফোনে কুমিল্লা সজিব রানা নামের এক ছেলের সাথে বিবাহ হয়েছে । নবজাতকের নানী তাছলিমার সাথে কথা বলতে চাইলে তিনি কোন প্রকারে নবজাতকের পিতৃ পরিচয় দিতে পারছেনা এবং মেয়েকে কোথায় বিবাহ দিয়েছে এমন প্রশ্ন ছুড়ে মাড়লে তিনি হতবাক হয়ে যায়। এক পর্যায় বলে আমার স্বামী জানে। স্থাণীয় সাবেক সংরক্ষিত মহিলা মেম্বর মোসাঃ মায়ানুর বেগম জানায়, বিষয়টি আমরা অনেক চেষ্ট করে ব্যর্থ হয়েছি যে ছেলের বাবা কে আমাদের কাছে কেউ মুখ খুলছে না। পার্শ্ববর্তী লোকজন জানায়, মা মেয়ে উভয় দূঃচরিএ অভিবাবক সেকান্দার হাং”র আদেশ মা মেয়ে কখনও মান্য করছেনা। বাড়ির মহিলারা জানায়, আমরা সব সময় ঐ পরিবার থেকে আলাদা চলাফিরা করি। অকথ্য ভাষায় গালমন্দ করে তামান্না সহ মা তাছলিমা ও তাদের আতিœয় স্বজন। এলাকাবাসী ও বাড়ির লোকজন প্রশ্ন তুলে কে হবে অবুঝ শিশুর পিতা এ নিয়ে চলছে কানা ঘুষা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host