কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৬, ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ রজতজয়ন্তী উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পিংয়ে গরীব ও অসহয় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিওসি ৭ পদাতিক ডিভিশনের আদেশে শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স ও সি এম এইচ বরিশালের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে।ওই ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ মেজর রোবেল, চক্ষু বিশেষজ্ঞ মেজর নাভিদ,গাইনি বিশেষজ্ঞ শবনম ফারিয়াসহ চিকিৎসকরা ৩৫০ জন রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাপত্র দিয়েছে।এই মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্বদেন ক্যাপ্টেন মোহাম্মদ এনাম। কর্নেল মোঃ রবিউল আলম বলেন, করোনার পর থেকেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে সারাদেশে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে কাউখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো। এর আগে পিরোজপুর জেলার পিরোজপুর সদর,মঠবাড়িয়ায়, নেছারাবাদ,নাজিরপুর উপজেলায় চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের এই মেডিকাল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host