ত্রিশ গোডাউনে সার খালাসের সময় বস্তার আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৮, ২০২১ | ৮:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের ত্রিশ গোডাউন এলাকায় কার্গো জাহাজ থেকে ইউরিয়া সার খালাসের সময় বস্তার আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম জহির (৩৫)। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়।

জানা গেছে, আজ শনিবার সকালে নয়টার দিকে সুমইয়া-২ নামের কার্গো জাহাজ থেকে কাধে করে ইউরিয়া সার খালাস করছিল জহির। কার্গো জাহাজের সিড়ি থেকে নামার সময় ইউরিয়া সারের বস্তার আঘাতে গুরুতর আহত হয় জহির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা বারোটায় জহিরের মৃত্যু হয়।

সুমইয়া-২ নামের কার্গো জাহাজের শ্রমিক বেল্লাল মোল্লা বলেন,‘ আজ সকালে নয়টার দিকে সুমইয়া-২ নামের কার্গো জাহাজ থেকে কাধে করে ইউরিয়া সার খালাস করছিল জহির। কার্গো জাহাজের সিড়ি থেকে নামার সময় ইউরিয়া সারের বস্তার আঘাতে গুরুতর আহত হয় জহির। পরে তাকে উদ্ধার করে শেবামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা বারোটায় জহিরের মৃত্যু হয়।’

এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই রিয়াজুল কবির জানান, ‘ওই শ্রমিকের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host