আমতলীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু!

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২১ | ৪:৩৩ অপরাহ্ণ

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরশহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামল ঠাকুর নামে একজন করোনা উপসর্গ নিয়ে (৬০) মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা গেছে, শ্যামল ঠাকুর বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভূগতে ছিলো। স্থানীয় দোকান থেকে ঔষধ কিনে বাসায় বসেই সে চিকিৎসা নিচ্ছিলেন। আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল যাওয়ার পথে সকাল ১১টায় সে পথিমধ্যে মারা যায়।

শ্যামল ঠাকুরের ভাতিজা গৌতম ঠাকুর বলেন, আমার কাকা বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভূগতে ছিলেন। আজ সকালে চিকিৎসার জন্য প্রথমে আমতলী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় মুঠোফোনে বলেন, করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্যামল ঠাকুরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। শুনেছি পথিমধ্যে সে মারা গেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host