কাজীরহাটে জরাজীর্ণ রাস্তাগুলো যেন এলাকাবাসীর গলার কাটা !

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২১ | ১১:৩৭ অপরাহ্ণ

রাসেল কবির:
বরিশালের কাজীরহাট থানাধীন উন্নয়নের রোল মডেল নামে অনেকেই প্রকাশ করে। বাস্তবে উন্নয়নের রোল মডেল বিহীন সরজমিনে প্রমানিত হতে যাচ্ছে। নেই কোন উন্নয়ন আছে শুধু গ্রাম গঞ্জে ভাঙ্গা রাস্তা। কোথায়ও রাস্তা ধসে গেছে এবং রাস্তার মাঝে ফাটলেরও সৃষ্টি হয়েছে। লতা ইউনিয়নের চরস্তোষপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের অংশ বিশেষ খাঁন বাড়ির সামনে রাস্তা এই রাস্তা দিয়ে একতা কলেজ, প্রশাসনিক ভবন, সোনালী ব্যাংক, মাদরাসা, কাজীরহাট বাজার ও কয়েকটি গ্রাম সহ বিভিন্ন স্থানে আসা যাওয়ার মাধ্যম এই রাস্তাটি। র্দীঘ ১ বছর যাবৎ রাস্তার একপাশ ভেঙ্গে খালে পড়ে গেছে অন্য দিকে রাস্তার এতটাই ভাঙ্গা চুড়া উপর দিয়ে চলাফিরা করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। অতঃপর ও মেরামতের কথা ভাবছেনা কর্তৃপক্ষ। স্থাণীয়দের অভিযোগ রয়েছে এই রাস্তাটি একটি গুরুত্বর্পূন রাস্তা । এই রাস্তায় প্রায় ঘটছে দূর্ঘটনা অনেক পথচারী দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালের যাএী হয়েছে ও বলে জানায়। খাঁন মার্কেট সূএে জানাগেছে, এই গুরুত্বপূর্ন রাস্তাটি বেহাল দশার কারনে সচেতন মহলেরা ক্ষোভ প্রকাশ করে বলে অভিবাবক বিহীন এলাকা। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামের কাছে রাস্তার বেহাল দশার ষিয় জানতে চাইলে তিনি জানায়, মেরামত করা হবে। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের সাথে কথা হলে তিনি জানায়, আগামী বাজেট আসলেই মেরামত করে দিব। স্থাণীয়রা বলছে উন্নয়নের নামে আশ্বাষের বাণী বাতাসে ঝুলবে। গ্রামবাসীর দাবী উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট অচিরেই রাস্তাটি মেরামত করা অতিব জরুরী বলে মনে করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host