চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল স্বরণে ২৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছে এসটিএস হাসপাতাল 

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২১ | ১:১২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাবেক এমপি প্রাজ্ঞ রাজনীতিবিদ মরহুম এম এম নজরুল ইসলাম’র স্মরণে এসটিএস হাসপাতালে দুই দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ নজরুল ইসলাম’র মৃত্যু দিবস উপলক্ষ্যে এসটিএস হাসপাতাল কর্তৃপক্ষ  ১৭ ও ১৮ সেপ্টেম্বর এর আয়োজন করে ।
১৩ জন দক্ষ্য চিকিৎসক দুই দিনে ২৫০ জন লোককে ফ্রি চিকিৎসা দিয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।
ফ্রি চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে আলাপকালে তারা জানায়,ডাক্তারের ভিজিটের  টাকা না থাকায় অসুস্হ্য হয়েও চিকিৎসা নিতে পারছিলাম না, ক্যাম্পে এসে ফ্রি চিকিৎসা নিতে পেরে উপকৃত হয়েছি।
হাসপাতালটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো. মজিবুর রহমান সাংবাদিককে  জানান, গ্রামগঞ্জের গরীব অসহায় রোগীদের জন্য বিশেষ বিশেষ দিনে তাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host