বরিশালে চলছে পণ্যবাহী ট্রাকের কর্মবিরতি

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২১ | ৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়।

সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা সংলগ্ন সড়কে বিভিন্ন জেলা আসা পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইমুভার, মিনিট্রাক ও পিকআপ আটকে দেন আন্দোলনকারীরা। এতে সড়কের দুপাশে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।

ট্রাক আটকে দিয়ে আন্দোলনকারীরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের তারা ১৫ দফা দাবি বাস্তবায়নের জন্য স্লোগান দেন।

বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আযাদ হোসেন আবুল কালাম বলেন, ‘তাদের দাবির মধ্যে রয়েছে– সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, সড়কে ট্রাফিকের চাঁদাবাজি বন্ধ, পণ্য পরিবহন খাতে সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলোর গঠনতন্ত্র অনুযায়ী কল্যাণ তহবিলের চাঁদা সংগ্রহের ওপর বিধিনিষেধ আরোপ বন্ধ ইত্যাদি।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host