রেক্টিফাইড স্পিরিট বিক্রির দায়ে ডাক্তারের ৬ মাস কারাদণ্ড 

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২১ | ৫:২৪ অপরাহ্ণ
সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-  সিরাজগঞ্জের বহুলীতে রেক্টিফাইড স্পিরিট বিক্রি ও সংরক্ষণের দায়ে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে অর্থ দন্ড সহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে  ভ্রাম্যমাণ আদালত।
গত(২২ সেপ্টেম্বর) বুধবার দুপুরে সদর উপজেলার বহুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস,এম রবিন শীষ।
অভিযানে  সহয়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী  পরিচালক  আবু আব্দুল্লাহ  জাহিদ, ইন্সপেক্টর রফিকুল  ইসলাম সহ তারদল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  গত বুধবার দুপুরে গোপন  সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বহুলী বাজার অবস্থিত  তাসিন  হোমিও ফার্মেসীতে রেক্টিফাইড স্পিরিট বিক্রয় ও সংরক্ষণের দায়ে হোমিও চিকিৎসক  ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক কে ১ শত টাকা অর্থ দন্ড এবং  ৬ মাসের  বিনাশ্রম  কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ জানান,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  ২০১৮ এর ৩৬(১) ধারায় ১ শত টাকা  অর্থ দন্ড এবং ৬ মাসের  বিনাশ্রম  কারাদণ্ড  প্রদান  করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host