এসটিএস হাসপাতাল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন জেলা পরিদর্শনটিম

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২১ | ৩:৫৬ অপরাহ্ণ
এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক  : ভোলার দক্ষিণ জনপদ বাংলাদেশের নান্দনিক উপজেলা শহর চরফ্যাশনে সদ্য প্রতিষ্ঠিত এসটিএস হাসপাতাল এখানকার মানুষের ৫ টি মৌলিক অধিকারের অন্যতম চিকিৎসার ক্ষেএে  যথাযথ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন ভোলা জেলা থেকে আগত পরিদর্শন টিম। এসটিএস হাসপাতাল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে পরিদর্শনটিম  আরও  বলেন,এরকম একটি হাসপাতাল চরফ্যাসনে দরকার ছিলো। পরিদর্শন টিম প্রধান ভোলা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ও ভোলা এপোলো হাসপাতালের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম শুভ গত ২১ সেপ্টেম্বর চরফ্যাশনে এসটিএস হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিককের কাছে বলেন, এসটিএস হাসপাতালের ব্যবস্হাপনা, যন্ত্রপাতি ও সার্বিক দিক দিয়ে অনেক সুন্দর । এই সময় তার সাথে ছিলেন চরফ্যাশন উপজেলা ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের সভাপতি মোঃ শাহজাহান মিয়া ও জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সহসভাপতি ভোলার মোহনা ডায়াগনস্টিকের পরিচালক মু. জামাল উদ্দিনসহ জেলা এবং স্হানীয় কয়েকজন নেতৃবৃন্দ।
এদিকে চরফ্যাশন এসটিএস হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল ( অব:)  মজিবুর রহমান সাংবাদিককে বলেন, এসটিএস জাতীয়মানের সেরা চিকিৎসা সেবার আয়োজন সমৃদ্ধ একটি ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও হাসপাতাল। দক্ষ ডাক্তার, অত্যাধুনুক যন্ত্রপাতি, দক্ষ টেকনোলজিস্ট ও সুন্দর ব্যবস্হাপনার মাধ্যমে রাজধানী ঢাকার  উন্নত চিকিৎসাসেবা দ্বীপজেলা ভোলার আপামর জনগণের নিকট পোঁছে দেয়ার প্রত্যয়ে আমাদের পথ চলা। ইনশাআল্লাহ চরফ্যাশনসহ দ্বীপ জেলা ভোলার জনগণ চিকিৎসা সেবার সুফল পাবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host