পাথরঘাটায় বিস্কুটের কার্টনে ফুটফুটে নবজাতক!

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৩, ২০২১ | ৮:৪৮ অপরাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে একটি ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নবজাতকটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানেই নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, রাতে পাথরঘাটা পৌর শহরের বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি বিস্কুটের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পাথরঘাটা থানার ডিউটি অফিসারকে জানান। পরে পুলিশ গিয়ে কার্টনটি খুলে ভেতরে একটি ছেলে নবজাতক দেখতে পায়। নবজাতকের মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, নবজাতকটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া নবজাতকটির বাবা-মা কারা, তা জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে নবজাতকটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে রয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host