সাংবাদিকদের সঙ্গে সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২১ | ১২:০৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন, অগ্রগতি হয়েছে, তার সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। সাংবাদিকদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের ফলে দেশকেও এগিয়ে নিয়ে যাওয়া সহজ হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, সাবেক মহাসচিব ওমর ফারুক ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা গণমাধ্যম পরিচালনা করেন আর গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। তাই কোথাও কোনো ব্যত্যয় হলে সেটি যেমন প্রচার করতে হবে, একই সঙ্গে সাফল্যের খবরও ফলাও করে প্রচার করতে হবে। অন্যথায় সঠিকভাবে সমাজ ও রাষ্ট্রের চিত্র পরিস্ম্ফুটিত হবে না।

তিনি বলেন, গত সাড়ে ১২ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। গণমাধ্যমের দ্রুত বিকাশের সঙ্গে কিছু ধান্দাবাজও যুক্ত হয়েছে। গণমাধ্যমকে কেউ নিজের স্বার্থে, কেউ ব্যবসায়িক ‘প্রোটেকশন’ দেওয়ার জন্য ব্যবহারের চেষ্টা করছে, আবার কেউ একটি ব্রিফকেস নিয়ে গণমাধ্যমের মালিক হয়ে যাচ্ছেন। তিনি মালিক, তিনিই সাংবাদিক। এই দপ্তর থেকে ওই দপ্তরে ঘুরে বিজ্ঞাপন সংগ্রহ করেন এবং সেই বিজ্ঞাপন যেদিন পান সেদিন পত্রিকা ছাপেন।

মন্ত্রী বলেন, এসব পত্রিকা মূলধারার গণমাধ্যমগুলোর ক্ষতি করছে। সেই ক্ষতির প্রাথমিক বোঝাটা সাংবাদিকদের ওপর পড়ছে। সুতরাং এখানে একটি শৃঙ্খলা আনা দরকার। এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করার জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host