চরফ্যাশনে উম্মুক্ত পরীক্ষায় চরম বিশৃঙ্খলা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২১ | ১১:০০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক,ভোলা :
চরফ্যাশন বাউবি বিএ ও বিএসএস পরীক্ষায় নকলের মহাউৎসব চলছে। ইউএনওর প্রতিনিধি পরীক্ষা চলাকালীন ৫টি পরীক্ষার কক্ষ থেকে ২৫টি নতুন বই (নোট-গাইড) উদ্ধার করেছেন।
সূত্রে জানা গেছে, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়  চরফ্যাসন কোর্স কেন্দ্র রয়েছে ফাতেমা মতিন মহিলা কলেজ। শুক্রবার সকালে বাংলা ভাষা-১ ও বিকালে ইসলামী ষ্টাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত বাংলা ভাষা ও বিকালে ইসলামী স্ট্যাডিজ পরীক্ষায় নকল চলছে হরদমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এর  (ইউএনওর) প্রতিনিধি পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) এস এম সুমন সকালের সাংবাদিককে জানান, পরীক্ষার ৫টি কক্ষ থেকে ২৫টি ছিড়া ও নতুন বই নিয়ে অধ্যক্ষের কক্ষে রেখেছেন বলে। তিনি আরও বলেন, আমি নকল করায় কারণে এক ছাত্রের পেপার নিলে অধ্যক্ষ পেপার আমার হাত থেকে টেনে নিয়ে ছাত্রের হাতে দেন।
সরেজমিনে কেন্দ্রে গিয়ে দেখা গেছে, অধ্যক্ষ কক্ষে প্রবেশ করে উচ্চ স্বরে দীর্ঘক্ষণ কথা বলেছেন। এতে ছাত্র -ছাত্রীর পরীক্ষার মারাত্মক বিঘ্ন ঘটে বলছে সংবাদ কর্মীর কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
এই কেন্দ্রে মোট ১৯৮জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন, ৭৫জন। বিকালে ১১১ জন পরীক্ষার্থী ছিল।
 কেন্দ্রে বর্হিরাগতদের হলে বেশ বিশৃংখলা দেখা গেছে।
বাউবি‘র (ভোলা) সহকারী পরিচালক মো. ইউনুচ বলেন, পরীক্ষা চলাকালীন কোন সংবাদ কর্মী কেন্দ্রে প্রবেশ করতে পারবেনা। কেন্দ্রে নকল চললে কি করবে এমন বিষয় তিনি বলেন, সেটা কেন্দ্র কর্তৃপক্ষের ব্যাপার।
পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. হোসেন বলেন, পরীক্ষার্থীরা আইডি ও কোর্সের বিষয় জানেনা। এই জন্যে স্বচ্ছতা আনার চেষ্টা করছি। তবে কেন্দ্রে বই পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host