কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২১ | ৭:২৭ অপরাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,
‘মানুষের জন্য নদী’ এই স্লোগানএর মধ্য দিয়ে কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে রোববার বেলা ১১টায় এ উপলক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সমাবেশ হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, প্রভাষক নেছারউদ্দিন আহমেদ টিপু, মোস্তাফিজুর রহমান সুজন, বাপা কলাপাড়া সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু প্রমুখ। বক্তারা কলাপাড়ার প্রধান নদীগুলোর দখল দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host