করোনায় আক্রান্তদের বাড়িতে উপহার সামগ্রী পাঠালেন ইউএনও

প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২০ | ১০:৫৮ অপরাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বর্ন ব্যবসায়ীর বাসায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও বিভিন্ন প্রজাতীর ফলমূল পৌছে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে আক্রান্তদের বাসায় উপহার সামগ্রী ও বিভিন্ন প্রজাতীর ফলমূল পৌছে দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

গত ১৩ জুন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও পৌরসভার ৪ নং ওয়ার্ডের এক স্বর্ন ব্যবসায়ীর করোনা পজেটিভ রির্পোট আসে। তাদের বাসা লকডাউন করে হোম আইসোলেশনে তাদের দুজনের চিকিৎসা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত চিকিৎসক ও স্বর্ন ব্যবসায়ীর বাড়ীতে বিভিন্ন প্রকাল ফলমূল অন্যান্য উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host