গলাচিপায় মাছের পোনা অবমুক্ত করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২১ | ৫:৪৭ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ২ শত ১৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খাস খালে বিভিন্ন জাতের এসব মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।এ সময় গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদীসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘রাজস্ব বাজেটের আওতায় আমরা ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। এ টাকা দিয়ে আমরা ২ শত ১৪ কেজি মাছ অবমুক্ত করেছি এবং এর মাধ্যমে মাছ বড় হলে স্থানীয় জেলেরা এর সুফল পাবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host