আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২১ | ১১:৫৩ অপরাহ্ণ

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার,
তথ্য আমার অধিকার জানতে হবে সবার” তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যই মুক্তি ”
এ স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালন উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত (২৯ সেপ্টেম্বর) বুধবার বিকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুজন – সুশাসনের কমিটির সাধারন সম্পাদক হেলাল আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিভাগীয় সুজনের সমন্বয়ক মোঃ মিজানুর রহমান,
মোঃ আব্দুল হালিম, প্রমূখ।

এ সময়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সুজনের সভাপতি ও প্রাক্তন (প্রধান শিক্ষক) আব্দুল হালিম, সিনিয়র সাংবাদিক ইসমাঈল হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল মজিদ সরকার, প্রেসক্লাবের নিবার্হী সদস্য মো. আইয়ুব আলী, পি ডাব্লুটি নির্বাহী পরিচালক হোসনে আরা জলি সহ বিভিন্ন বক্তা তাদের বক্তব্য রাখেন।
বক্তাগন বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি- বেসরকারি সহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগন সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করতে তথ্য সংগ্রহের কাজে সঠিকতথ্যদিয়ে
সাংবাদিক সহ সকল নাগরিকদের সহায়তা করতে হবে, তবেই তথ্য অধিকার সুনিশ্চিত হবে, এব্যাপারে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমাজের নানা অনিয়ম ও দূর্নিতি
মুক্ত দেশ এবং সমাজ ব্যবস্থা গোড়ে তুলতে
প্রশাসনের পক্ষথেকে নজরদারী ও স্বার্বিক সহযোগিতা একান্তভাবে জরুরি বলে উল্যেখ করেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host