গলাচিপায় ৪ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: অক্টোবর ২, ২০২১ | ১১:৩০ পূর্বাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে শুক্রবার কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষনা করেছে। শুক্রবার সকাল উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে
কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পানপট্টি ইউনিয়নে মো. মাসুদ রানা ৩০ ভোট পেয়ে প্রথম ও বর্তমান চেয়ারম্যান আবুল
কালাম ২১ ভোট পেয়ে দ্বিতীয়, ডাকুয়া ইউনিয়নে বিশ্বজিৎ রায় ৪০ ভোট পেয়ে প্রথম ও মস্ত্মফা গাজী ২১ ভোট পেয়ে দ্বিতীয়, কলাগাছিয়া ইউনিয়নে মাইনুল সিকদার ৪২ ভোট পেয়ে প্রথম ও দুলাল চৌধুরী ২৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং বকুলবাড়িয়া ইউনিয়নে মো. শহীদ হাওলাদার ৩২ ভোট পেয়ে প্রথম ও আবু জাফর খান ২৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। উপজেলা আওয়ামী লীগ দফতর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক রবাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ করা হবে ১১ নভেম্বর। কাউন্সিলের ভোটে বিজয়ীরাই আগামী দিনে নৌকার কান্ডারী হবে না কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত্মে প্রার্থী চূড়ান্ত্ম হবে এ নিয়ে কাউন্সিলরদের মধ্যে বিরাজ করছে নানা প্রশ্ন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host