সাংবাদিক আলম রায়হানের উপর হামলাঃ অনলাইন সাংবাদিক ইউনিয়নের নিন্দা

প্রকাশের তারিখ: অক্টোবর ৩, ২০২১ | ১২:১৪ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি: দেশের খ্যাতনামা সাংবাদিক, দৈনিক দখিনের সময়’র প্রধান সম্পাদক আলম রায়হানের উপর অতর্কিত বর্বর হামলার তিব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহনে দাবি জানান নেতৃবৃন্দ। এমন বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গতকাল (শনিবার) সন্ধ্যায় বটতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আলম রায়হান ছাড়াও আরো তিনজন সাংবাদিক ও দুই নারী আহত হন। পরে গুরুতর আহত আলম রায়হানকে শেবাচিমে ভর্তি করা হয়। তাকে দেখতে হাসপাতালে ছুটে যান অনলাইন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর বটতলা এলাকার চিহ্নিত মাদক কারবারীদের অন্তত ১০ জনের একটি সংঘবদ্ধ দল অর্তিকত ভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এসময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা ।
পরে সাংবাদিকরা আলম রায়হানকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host