গলাচিপা দুইটি রাক্ষুসে বেহেন্দী জাল জব্দ

প্রকাশের তারিখ: অক্টোবর ৫, ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ


সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের অবরোধ চলাকালীন সময় মৎস্য অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযানে দুইটি রাক্ষুষে বেহেন্দি জাল জব্দ করে এবং ধ্বংস করা হয়েছে। সোমবার সন্ধ্যার পরে উপজেলার আমখোলার লোহালিয়া নদী থেকে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের এ জাল দুইটি
জব্দ করা হয়।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিষ কুমার এর নির্দেশক্রমে জব্দকৃত জাল দুটি গলাচিপা লঞ্চঘাটের সন্নিকটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় আইন শৃংখলাবাহিনীর সদস্যসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী বলেন, অবরোধকালীন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host