পটুয়াখালী ডিবি কর্তৃক হ্যাকার গ্রেফতার

প্রকাশের তারিখ: অক্টোবর ৬, ২০২১ | ৭:৫৩ অপরাহ্ণ

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী ডিবি কর্তৃক হ্যাকার গ্রেফতার ।
গত ২৯-০৯-২০২১ বিকাল ৪.৩০ ঘটিকায় সময় জনৈক মোঃ ফারুক হোসেন মৃধা, কলেজ রোড, পটুয়াখালী এর ব্যবহৃত মোবাইল নং এ অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন দিয়া বলে যে, ভুলক্রমে একটি পিন নাম্বার এসেছে পিন নাম্বার জানতে চাইলে তিনি আগত পিন কোড নাম্বার জানিয়ে দেন। এরপর হতে তার ব্যবহৃত ফেইসবুক আইডি হ্যাক হয়ে যায়। অজ্ঞাতনামা ব্যক্তি অভিযোগকারীর ফেইসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করিয়া অভিযোগকারীর ম্যাসেঞ্জার থেকে তাহার বিভিন্ন ফেইসবুক ফ্রেন্ডদের নিকট হ্যাককৃত ম্যাসেঞ্জার হইতে বিকাশে টাকা চায়। এই তথ্যটি পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের গোচরীভূত হলে সাইবার ক্রাইম ইউনিট, পটুয়াখালী জেলা গভীর ও নিবিড় বিশ্লেষন পূর্বক জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালীকে তথ্য ও উপাত্ত সরবারহ করে। প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা ব্যক্তির অবস্থান নিশ্চিত হয়ে মোঃ সজীব(২০), পিতা- মৃত মামুন, সাং- উত্তর লাকুরতলা, থানা-জেলা- বরগুনাকে পটুয়াখালী ডিবি টিমের এসআই(নিঃ) সজল কান্তি দাস, এসআই(নিঃ) সম্বিত রায়, এসআই(নিঃ) এম নজরুল ইসলাম ফারুক সহ সংগীয় ফোর্স সহ বরগুনা জেলার সদর থানাধীন গৌরিচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা গ্রাম থেকে গতকাল ইং ০৫-১০-২০২১ সন্ধ্যা ১৯.০০ ঘটিকায় গ্রেফতার করিতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে। উক্ত আসামী নিজ নামীয় এবং অপরের এনআইডি ব্যবহার করিয়া বিভিন্ন সময়ে একাধিক সিম সংগ্রহ করিয়া ডিজিটাল প্রতারণার মাধ্যমে এইভাবে বিভিন্ন ব্যাক্তির ফেইসবুক আইডি/মোবাইল নাম্বার হ্যাক করিয়া প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করিয়া থাকে। এই অপরাধী দলের একটি বিশাল চক্র রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত আছে। এতদবিষয়ে পটুয়াখালী থানার মামলা নং-০৬, তারিখঃ ০৬-১০-২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২২/২৪/৩৫ ধারা রুজু করা হইয়াছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host