বীর মুক্তিযোদ্ধার দানকৃত গাছ কেটে বিক্রি করল মাদক সেবি খোকন

প্রকাশের তারিখ: অক্টোবর ৬, ২০২১ | ৯:৪১ অপরাহ্ণ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিযনের আটিপাড়া নুরানী হাফিজি ও কওমি মাদ্রাসা দান কৃত সম্পদের গাছ কেটে বিক্রি করে দিয়েছে স্থানীয় মৃত্যু সৈয়দ নুরুল হক এর ছেলে মাদকসেবী ,নজরুল ইসলাম খোকন। স্থানীয় সূত্রে
ও মাদ্রাসা পরিচালনা পরিষদের একাধিক ব্যক্তি জানান,খোকন মাদ্রাসার লক্ষাধিক টাকার গাছ কেটে জোরপূর্বক বিক্রি করে দেয়। যাহা মৃত্যু সৈয়দ জয়নাল আবদিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা মৃত্যু ডাক্তার এস এম হারুন অর রশিদ মাদ্রাসায় দান করে দিয়েছেন। এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম ড:হারুন অর রশিদের স্ত্রী সৈয়দা রেজউন নাহার জানান- আমার স্বামী আমাদের পরিবারের সম্মতি অনুযায়ী আমাদের একটি ঘর ছাড়া উজিরপুরেরস সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি মাদ্রাসায় দান করে গেছেন।অভিযুক্ত খোকন একজন মাদক সেবী ও দুষ্টু প্রকৃতির লোক,মাদ্রাসার গাছ যাহাতে মাদ্রাসায় পেতে পারে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও সাহায্য কামনা করছি। এ বিষয়ে অভিযুক্ত খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গাছ আমার না হলে আমার চাচার। তাই কেটেছি,মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান কবির জানান,অভিযুক্ত খোকন প্রেরাই মাদ্রাসা প্রাঙ্গণে বসে প্রকাশ্যে মাদক সেবন করেন। বাধা দিলে মাদ্রাসা শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে এবং সর্বশেষ মুক্তিযোদ্ধা পরিবারের দানকৃত গাছ কেটে বিক্রি করে দিয়েছে।আমি খবর পেয়ে কিছু গাছ উদ্ধার করেছি।এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদের কাছে জানতে চাইলে তিনি বলেন,কোন অভিযোগ পাইনি,মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host