তালতলীতে ২২ চীনা নাগরিক করোনা আক্রান্ত

প্রকাশের তারিখ: অক্টোবর ৭, ২০২১ | ৫:৫০ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :: বরগুনা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন ৩০৭ মেগাওয়াট কেন্দ্রে কর্মরত ২২ চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) করোনা পরিস্থিতি রিপোর্টে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু নেই, মোট মৃত্যু ১০৯ জন, নতুন শনাক্ত ২৭, মোট করোনা শনাক্ত হয়েছে ৩৯৩২ জনের।

গত ৬ অক্টোবর নির্মাণাধীন ৩০৭ মেগাওয়াট প্রকল্পে কর্মরত ৩৭ জনের করোনা টেস্ট নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে প্রতিবেদন পাঠানো হয়। সেখানে দেখা যায়, ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিকেরই করোনা পজিটিভ। কর্তৃপক্ষ তাদের তাৎক্ষণিকভাবে আইসোলেশনে রেখেছে। আক্রান্ত চীনা নাগরিকদের বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অভিযোগ রয়েছে, করোনায় আক্রান্ত চীনা নাগরিকরা আইসোলেশন মানছেন না। তারা বাইরে ঘোরাফেরা ও কেনাকাটা করছেন। তারা এরই মধ্যে সবাই করোনার টিকা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক সরদার বলেন, কাজে যোগদানের সময় প্রথমে একবার করোনার নমুনা নেওয়া হয় শ্রমিকদের। এরপরে আর তাদের টেস্টের আওতায় আনা হয়নি।

বরগুনা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান মুঠোফোনে বলেন, প্রজেক্টে কর্মরত করোনায় আক্রান্ত চীনা নাগরিকরা আইসোলেশনে আছেন। তারা শারীরিকভাবে ভালো আছেন।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ২২ জন চীনা নাগরিকের করোনা পজিটিভ হয়েছে। চীনা নাগরিকদের সংস্পর্শে আসা বাংলাদেশিদেরও করোনা টেস্ট করানো হচ্ছে। এজন্য বৃহস্পতিবার বিকেলে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেখানে ৩০০ কিট পাঠানো হয়েছে।

কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি৷

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host