গাছের সাথে শত্রুতা ॥ ফলজ ও বনজ গাছ কর্তণ

প্রকাশের তারিখ: অক্টোবর ১১, ২০২১ | ৫:৩৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় মনোতোষ মিত্র নামে এক ব্যাবসায়ির সুপারি গাছ সহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। সোমবার সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে এ ন্যক্কার জনক ঘটনা ঘটে। মনোতোষ ওই গ্রামের মৃত. মনোরঞ্জন মিত্রের ছেলে।
মনোতোষ মিত্র জানান, প্রতিবেশী মৃত. বিমল হালদারের ছেলে শংকর হালদারের সাতে তার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। যা স্থানীয় চেয়ারম্যানের মধ্যস্ততায় গন্যমান্য ব্যাক্তিরা মিমাংসা করে সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু আজ সকালে (১১ অক্টোবর‘২১) শংকর ও তার স্ত্রী শুক্লা ৮ টি সুপারী, ২ টি আম, একটি মেহগনি গাছ কেটে ফেলে ও ১০ টি সুপারী গাছের ছাড়া ও কচু বাগানের কচু গাছ উপড়ে ফেলে। আমি প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপাকে উদ্যত হয়।
এ ব্যপারে শংকর জানতে হালদারের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে পাওয়া যায়নি এমনকি একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
মঠবাড়িযা থানার ওসি মুহা.নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host