বানারীপাড়ায় গ্লোবাল সমবায় সমিতির মালিক যতীনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

প্রকাশের তারিখ: অক্টোবর ১৩, ২০২১ | ৯:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বানারীপাড়ায় গ্লোবাল সমবায় সমিতির মালিক যতীনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর ঘটনায় সোসাল মিডিয়া তোলপার হবার ঘটনা ঘটেছে। গতকাল থেকে বিভিন্ন সোসাল মিডিয়ায় যতীনের বিরুদ্ধে তার কর্মীকে কুপ্রস্তাব দেয়াসহ আপত্তিকর কথার সংমিশ্রন প্রকাশ পায়। বানারীপাড়া উপজেলায় ব্যাঙ্গের ছাতার মত প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে সমবায় সমিতি। বানারীপাড়া উপজেলার বাসিন্ধা নয় ,কিংবা ভোটার নয় কিংবা জন্ম সনদ ছাড়াই টাকার বিনিময়ে ভুয়া ভোটার আইডি কার্ড কিংবা ভুয়া জন্ম সনদের মাধ্যমে সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে বানারীপাড়া বন্দর বাজারের আনাচে কানাচে ব্যবসা শুরু করছে ভিন্ন উপজেলা
থেকে আসা সহ স্ব উপজেলার ও কতিপয় লোকজন। সমিতির আড়ালে কতিপয় এনজিওর মালিক মহিলা কর্মী রেখে তাদেরকে বানাচ্ছে নিজেদের ভোগের সামগ্রী। কিছু কিছু এনজিওর বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অনেক অভিযোগ রয়েছে। অনেক এন জিও মালিক নারী কর্মীদের সাথে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অবৈধ সম্পর্ক গড়ে তুলছে। দুপুর কিংবা সন্ধার পর আনাচে কানাচের কিছু অফিসে নারী কর্মীদের সাথে এনজিও মালিক কিংবা ম্যানেজার খোশ মজগুলে মেতে উঠেন,
ঘন্টার পর ঘন্টা ও তাদের দেখা যায় হাসি তামাশায় মেতে উঠতে। কোন নজরদারী না থাকায় অনেক সমবায় সমিতি নিজেদের মনগড়া পদ্ধতিতে ব্যবসা বানিজ্য পরিচালনা করছে। সম্প্রতি বানারীপাড়া বন্দর বাজারে অবস্থিত গ্লোবাল সমবায় সমিতির মালিক যতিনের নামে নিজ কর্মীর বিরুদ্ধে জোরপূর্বক যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। বিভিন্ন সোসাল মিডিয়ায় গ্লোবাল সমবায় সমিতির স্বত্তাধিকারী নরেরকাঠি ০৯ নং ওয়ার্ডের বাসিন্ধা যতীন ঘরামীর বিরুদ্ধে তার অফিসের কর্মীকে কু প্রস্তাব দেয়া সহ নানান ধরনের হয়রানী মুলক কর্মকান্ড ও অশ্লীল কথা বার্তা ঘুরপাক খাচ্ছে। শুধু তাই নয় বেশ কিছুদিন পূর্বে বানারীপাড়ায় বর্তমানে অন্য সমিতিতে কর্মরত এক নারী কর্মীকে কু প্রস্তাব দেয়ার জেরে ঐ নারী তাকে হেনেস্থা করেন এবং তৎসময়ে যতীন ঐ নারীর বাড়িতে গিয়ে স্থানীয় মেম্বরের মাধ্যমে হাত পা ধরে শেষ রক্ষা পায়। তার বিষয়ে খোজ খবর নিলে অনেক অজানা তথ্য বেড়িয়ে আসবে বলে এলাকাবাসী ও ভুক্তভোগী কর্মীরা জানায়। নারী কেলেঙ্কারির বিষয়ে সত্যতা জানতে যতীনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host