পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ৩ লক্ষ টাকার মাছ নিধন !

প্রকাশের তারিখ: অক্টোবর ১৪, ২০২১ | ১১:৫১ অপরাহ্ণ

সেলিম শিকদার:  পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। গত (১৩ অক্টোবর) বুধবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নগরপাড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগের এ ঘটনাটি ঘটেছে।
এতে ওই পুকুরে চাষকৃত রুই, কাতল, মৃগেল, পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করছেন।

মৎস্য ব্যবসায়ী আব্দুল মোমিন শেখ জানান, সাড়ে তিন বিঘা আয়তনের ওই পুকুরটিতে প্রায় ৭০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়ে পরিচর্যা করে আসছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি।

বৃহস্পতিবার সকালে হঠাৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে এবং একপর্যায়ে পুকুরের সকল মাছই মরে ভেসে ওঠে।

এ ঘটনায় কামারখন্দ থানায় বৃহস্পতিবার সকালে মাছ মেরে ফেলার অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host