বাবুগঞ্জে গৃহ ভেঙ্গে রাস্তা তৈরির মামলায় প্রধান আসামী দেলোয়ার গ্রেফতার

প্রকাশের তারিখ: অক্টোবর ১৫, ২০২১ | ১১:০৭ অপরাহ্ণ

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জের উত্তর রহমতপুর আলী মার্কেট সংলগ্ন একটি বাড়িতে প্রবেশের পুরানো চলা চলের পথ আটকিয়ে পুলিশের নির্দেশ অমান্য করে অন্যের ঘরের বারান্দা জোরপূর্বক ভেঙ্গে রাস্তা তৈরির ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (১৫ অক্টোবর) শুক্রবার মৃত সেকান্দার আলীর ছেলে মনিরুজ্জামান সোহেল বাদী হয়ে নামধারী ৫ জনকে ও ৮/১০জনকে অজ্ঞাতনামা আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে। মামলা নং-২১। নামধারী আসামীরা হলেন-মোঃ দেলোয়ার হোসেন(৪২), মোঃ ইব্রাহীম(৪০) ,মোঃ স্বজল(২১), মোঃ সোহাগ ওরফে কালা সোহাগ(২৮), নুরু হাওলাদার(৬০)।
মামলার প্রধান আসামাী উজিরপুরের জিজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন কে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মামলার তদন্তকারি অফিসার এসআই তুহিন বলেন, ঘরের বারান্দা জোরপূর্বক ভেঙ্গে রাস্তা তৈরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, মামলা দায়েরের পরপর প্রধান আসামীকে গ্রেফতারপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১০টায় রহমতপুর আলী মার্কেট সংলগ্ন হাওলাদার বাড়িতে একদল সন্ত্রাসী নিয়ে মৃত মোঃ সেকান্দার আলী হাওলাদারের পূত্র অসহায় সোহেল হাওলাদারের গৃহের বারান্দা ভেঙ্গে জোর পূর্বক নতুন রাস্তা বের করছেন শিক্ষক দেলোয়ার হোসেন । গৃহ ভেঙ্গে সরিয়ে নেয়ার ভিডিও ফাঁস হলেও অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমি ঘরের বারান্দা ভাঙ্গিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host