“গরল!” —- শামীমা সুলতানা।

প্রকাশের তারিখ: অক্টোবর ১৭, ২০২১ | ৪:১৪ অপরাহ্ণ

গরল!
—- শামীমা সুলতানা।

সদর্পে সমাজে তুমি করছাে আজ পদচারণার দুঃসাহস
ভেতরে গরল ঠাসা নিপুণ মেকাপে ঢেকেছাে অবয়ব।
যতই করাে অভিনয় অশুচি স্বভাব শতভাগই প্রকাশিত হয়,
ক্ষমা আর দয়ায় মানুষ যদিও ছাড় দেয় প্রকৃতি ঠিক শােধ নেয় !

আজ উচ্ছ্বসিত তুমি কুড়িয়ে গুটিকয়েকের হাততালি
ভেবে রেখাে সন্নিকটে অপেক্ষমাণ তিরস্কারের দীর্ঘ সারি।
দূঃস্কৃতিকারী যতই গড়তে চায় সভ্যসমাজে স্থায়ী বসতি
আজ নয় কাল নিয়তি দুপায় পরায় পাপের দন্ড বেরী।

সমাজের দুর্জন তুমি যতই করাে অশুচি বিদ্যার বড়াই!
মনেরেখাে অন্যায় অপকৌশলের পরিণতি থেকে পাবেনা রেহাই।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host