পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ: অক্টোবর ১৮, ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বুড়াগৌরাঙ্গ ও তেতুঁলিয়া নদী বেশ উত্তাল রয়েছে। গতকাল রোববার সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। রোববার বেলা বারোটা থেকে আজ সোমবার বেলা বারোটা পর্যন্ত ৪৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর বা নদীতে চলাচলরত সকল ধরনের যানবাহন সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেয়াও হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host