গলাচিপায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির আলোচনা সভা

প্রকাশের তারিখ: অক্টোবর ১৯, ২০২১ | ১০:৪৬ অপরাহ্ণ

তারিখঃ ১৯অক্টোবর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলে বনায়ন কার্যক্রম সংরক্ষন সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় উপজেলার নানাবিধ উন্নয়ন এবং বিভিন্ন ম্যানগ্রোফ ফরেস্ট সৃষ্টির লক্ষে এবং উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৪ই অক্টোবর বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পটুয়াখালী সদর রেঞ্জ কর্মকর্তা গলাচিপা উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা বন কর্মকর্তা (ফরেস্ট) মোঃ মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমূখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host