ভোলায় আগুনে পুড়ে ১০ দোকান ভস্মীভূত

প্রকাশের তারিখ: অক্টোবর ২০, ২০২১ | ৫:৩৭ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুলের মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে চরখলিফা সুকদেব স্কুলের মোড়ে তামজিদ নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা ও দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host