কলাপাড়ার চর গঙ্গামতি ২২ পরিবারকে বিনা নোটিশে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের তারিখ: অক্টোবর ২১, ২০২১ | ৩:১১ অপরাহ্ণ

কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় অসহায় ২২ জেলে পরিবার কে বিনা নোটিশে উচ্ছেদ ও বনবিভাগের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় সাগর পাড়ের চর গঙ্গামতি এলাকায় শতাধিক নারি পুরুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অসহায় পরিবারের সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ সালাম মুসুল্লি, ইলিয়াস ফকির প্রমূখ
বক্তারা বাকরুদ্ধ অবস্থায় কান্না কন্ঠে বলেন আমরা সাগর পারের অসহায় জেলে বনকর্মকর্তারা আমাদের বিনা নোটিশে বসদ ঘর ভাংচুর মালামাল লুট এমন কি ধর্মিয় মসজিদ ভাংচুর করেন। আমরা অতর্কিত হামলার জোর প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাচ্ছি। ভুক্তভোগীরা পটুয়াখালী জেলা প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবীতে লিখিত অভিযোগ করেন।এব্যাপারে মহিপুর রেঞ্জ বনকর্মকর্তা আবুল কালাম এর কাছে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ২২ পরিবারকে বহুবার মৌখিক ভাবে ঘর সরিয়ে নেয়ার কথা বলা হয়েছে, তা ছাড়া উচ্ছেদের জন্য উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ আছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host