সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভোলায় চিকিৎসকদের মানববন্ধন 

প্রকাশের তারিখ: অক্টোবর ২৪, ২০২১ | ১:২৮ অপরাহ্ণ

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর রবিবার সকাল ১১ টায় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে মন্দির এবং বাড়িঘরে হামলা হয়েছে, তাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এ ধরনের হামলা সনাতন ধর্মালম্বীদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলছে। তাঁরা এসব ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বি এম এ এর সভাপতি ডা. এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি-ডা.এম ডি মিজানুর রহমান।

বিএমএ সেন্ট্রাল কাউন্সিলর(ঢাকা মহানগর) ডাক্তার মেহেদী হাসান বিপ্লব এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডা.গোলাম রাব্বী স্বাক্ষর, ডাক্তার জয়ন্ত সাহা ,ডা.সবুজ পাত্র,ডা.ফয়জুল হক,ডা.সাইফুর রহমান, নার্সিং সুপার নাসিমা বেগম প্রমুখ। মানববন্ধনে হাসপাতালের সকল চিকিৎসক,নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host