বরিশালে জমি বিক্রির জেরধরে চাচাতো ভাইয়ের হামলায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ: অক্টোবর ২৪, ২০২১ | ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: জমি বিক্রির জেরধরে জেলার বাকেরগঞ্জ উপজেলার গুড়িয়া এলাকায় চাচাতো ভাইদের হামলায় আবু জাফর শরীফ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের ভাই তোফাজ্জেল শরীফ বলেন, চাচাতো ভাই জামাল শরীফ ও আবুল শরীফের কাছে জাফর কিছু জমি বিক্রি করেন। সেই জমি তারা (চাচাতো ভাই) দলিল লেখকের মাধ্যমে বাড়ির দাগের জমি দলিলে অন্তর্ভুক্ত করে নিয়েছে।

এনিয়ে শনিবার বিকেলে জাফর ও তার চাচাতো ভাইদের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে চাচাতো ভাইয়েরা জাফরকে তাদের ঘরের একটি কক্ষে নিয়ে মারধর করে। মুমূর্ষ অবস্থায় তাকে (জাফর) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host