সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখায় স্বর্নপদক পেলেন বরিশালের নাসরীন জাহান

প্রকাশের তারিখ: অক্টোবর ২৬, ২০২১ | ১১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক–
বাংলা সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ স্বর্নপদক লাভ করলেন বরিশালের কবি ও বাচিক শিল্পী নাসরীন জাহান। গত ২২ শে অক্টোবর শুক্রবার অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি অনুষ্ঠানে বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক গুনিজন সংবর্ধনা এ্যাওয়ার্ড ২০২০ বাচাই কারীদের মাঝে স্বর্নপদক প্রদান করা হয়। ঢাকা রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিউট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির সভাপতি জিয়া উদ্দিন জেইন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্নপদক ও রৌপ্যপদক প্রদান করা হয়। এতে সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সন্তান কবি ও বাচিক শিল্পী নাসরীন জাহান । সেজন্য তাকে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি এর পক্ষ থেকে স্বীকৃতি স্বরুপ স্বর্নপদক , আইডি কার্ড ও সনদপত্র তুলে দেয়া হয়। তার সাথে আলাপকালে তিনি “বরিশাল বাণী’কে জানান, আমার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। আর আমি বাবার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে লেখালেখি শুরু করি। এরপর থেকে শুরু হয় কবিতা লেখা, গল্প, আবৃতি করা। বিভিন্ন পত্রিকায় লেখা ছাপা হওয়া এবং একুশে বইমেলায় বই প্রকাশ তাছাড়াও প্রকাশ পায় যৌথ কাব্যগ্রন্থ, যুক্ত হই বিভিন্ন সাহিত্য সংগঠনে এভাবেই সাহিত্য জগতে চলমান রয়েছে । এছাড়া যুক্ত হই অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির সাথে। সেখানে বিভিন্ন লেখা লিখতে শুরু করি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহিন সামাদ, কবি ও ভাষাবিদ মাহমুদুল হাসান নিজামী ও ডঃ ইলিয়াস সহ কবি , গবেষক, শিল্পী, দার্শনিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট পত্রিকা সহ মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host