আগুনমুখা নদীতে অবৈধ বালু উত্তোলন ড্রেজারের পাঁচ শ্রমিককে তিন মাসের জেল, একজনকে জরিমানা

প্রকাশের তারিখ: অক্টোবর ২৭, ২০২১ | ৩:১১ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাঁচ শ্রমিককে তিন মাসের জেল ও একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল একটি মহল। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে ড্রেজারের ছয় শ্রমিককে আটক করা হয়।
আটক হওয়া নিউ মামনি ড্রেজারের আল আমিন, মঈনিয়া ড্রেজারের নাজমুল প্রধান, খান-২ ড্রেজারের মাছুম গাজী, কুদ্দুস মুন্সি ও আর্শেদ প্যাদা নামের পাঁচ শ্রমিকের প্রত্যেককে তিন মাস করে করাদণ্ড এবং শামিম নামের এক শ্রমিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রকৃতি ও পরিবেশের ক্ষতির শঙ্কা ছিল। তাই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এ কাজে জড়িত ছয় জনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/১১ তৎসহ দণ্ডবিধি ১১৫ বিধান মোতাবেক জেল-জরিমানা করা হয়। রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host