দাফনের দুই মাস পর কবর থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ: অক্টোবর ২৭, ২০২১ | ৫:৩৬ অপরাহ্ণ

সোহেল, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার নিহত বারেক গাজী (৬২) নামে এক কৃষকের লাশ ময়নাতদন্তের জন্য প্রায় দুই মাস পর বুধবার পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী‘র উপস্থিতিতে কবর থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রীতম কুমার পাইক ও পিরোজপুর পিবিআই’র পরিদর্শক আহসান কবির উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২৯ আগস্ট সকাল ১১ টার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত শের আলীর পুত্র কৃষক বারেক গাজী নিজ জমিতে ইরি ধানের বীজ রোপন করেন। ওই দিন বিকালে কে বা কাহারা প্রতিবেশী মৃত ওয়াজেদ আলী হাওলাদারের পুত্র প্রভাবশালী ইউনুস হাওলাদারের দুই গোছা বীজ চুরি করে। এতে ইউনুস হাওলাদার বারেক গাজীকে সন্দেহ করে। এক পর্যায়ে কৃষক বাকের গাজীকে সন্ধ্যায় তার বাড়িতে ডেকে নিয়ে বীজ চুরির অপবাদ দিয়ে মারধর করলে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যান। প্রভাবশালী ইউনুস হাওলাদার স্ট্রোক করে বারেক গাজী মারা যায় বলে প্রচার চালায়। পরে ময়নাতদন্ত ছাড়াই কৃষক বারেক গাজীর পরিবারকে চাপ প্রয়োগ করে দাফন সম্পন্ন করে।
এ ঘটনায় কৃষক বারেক গাজীর আপন ভাই আঃ হালিম গাজী বাদী হয়ে ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগ এনে ইউনুস হাওলাদারকে (৫৫) আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host