বরিশালের আঞ্চলিক ভাষার কবিতা- “ঠিল্লা”

প্রকাশের তারিখ: অক্টোবর ২৯, ২০২১ | ৭:১৭ অপরাহ্ণ

“ঠিল্লা”
—- মোহাম্মদ এমরান

ঠিল্লা ভইররা রাখছে চাউল
হেইয়া লইয়া জম্মের অাউল!
মাচায় থুইল্লেহ্ চাউলের ঠিল্লা
বিলোইতে হেইয়া হালাইছে ঠেইল্লা!
ঠিল্লা ভাইঙ্গা চাউল পরছে ছিট্টা
হে লইয়া সংসারে বাজজে গিট্টা!
দাদী রাখছেলে ভাজবে উঁড়ুম
রসের মোয়া খাইবো গরম!
চাউল কুড়াইয়া বুজায় রানছে ভাত
ভাত গরদেতে যাইয়া পোড়ছে অাত!
দৌড়াইয়া কবিরাজ’রে অানতে যাইয়া
নেবাই পরছে বাগানে হুইয়া!
দাদায় হরে চিল্লা বিল্লা
মোরে পাইলে খাইবো গিল্লা!
অাউষ ধানের মোডা চাউল
খাইতে ভালা দিয়া ডাউল!
মোগো দেশে শীতের কালে
রস জ্বালদেতে উডানে তাফালে!
ঠিল্লায় ভইররা রসের মিডা
বারো মাস হেইদ্দা খাইতো পিডা!
ঠিল্লার নিচে জমাইন্না রোয়া
অাত হান্দাইয়া দিতাম চোয়া!
ঠিল্লা ভরা মিডার ঘর
থাকতো বেবাক ঘর ঘর!
ঠিল্লার কান্দে মিডা ডাইল্লা
খাইতো দুদু কাছা খুইল্যা!
এহন মোরা বেবাক ভুইল্লা
মিডার বদলে খাই চিনি গুইল্ল্যা।

২৯/১০/২০২১।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host