জনতাকে সাথে নিয়ে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার ওয়াদা করলেন বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান

প্রকাশের তারিখ: অক্টোবর ৩০, ২০২১ | ৭:০৪ অপরাহ্ণ

বাবুগঞ্জ প্রতিনিধি॥ তৃতীয় ধাপে বাবুগঞ্জের রহমতপুরের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ওয়াদা দিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান। শনিবার থানা চত্তরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জনগন ও উপস্থিত প্রার্থীদের প্রশ্নের জবাবে সভাপতির বক্তব্যে তিনি জনতাকে সাথে রেখে ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরেপেক্ষ রাখার ওয়াদা করে বলেন, বাবুগঞ্জ থানা এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। বরিশাল জেলা পুলিশ সুষ্ঠু ভোটের পরিবেশ রক্ষায় জনতার কাছে ওয়াদাবদ্ধ। ইতিমধ্যে বাবুগঞ্জ থানা পুলিশ নির্বাচনকে ঘিরে সদা সজাগ দৃষ্টি রাখছে। এক্ষেত্রে জনগনকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহব্বান জানান তিনি। তিনি আরো বলেন, বর্তমান পুলিশ আগের অবস্থানে নেই । ইভটিজিং ,মাদক,জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে বাবুগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে। যার সুফল পেতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। সেবাপ্রত্যাশীরা বর্তমানে নির্ভয়ে থানায় আসছেন, থানার দরজা ২৪ঘন্টা সেবা প্রত্যাশীদের জন্য খোলা রয়েছে।
অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহা.আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা বীরপ্রতীক রত্তন আলী শরীফ, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম বেপারি, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল সিকদার, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওমর ফারুখ বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সিনিয়র প্রভাষক কাজী আমিনুল ইসলাম, রাকুদিয়া বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host